Looking for WB Primary TET Environmental Studies New Pattern Question Papers? As West Bengal Board of Primary Education is going to conduct the Assessment Test for the applicants of WBTET, Environmental Studies New Pattern question papers help the candidates. Download just by clicking on the West Bengal Board of Primary Education EVS New Pattern Papers with Answers Pdf links. West Bengal Board of Primary Education New Pattern Exam Paper for TET gives candidates an overview of the EVS assessment test. West Bengal Board of Primary Education TET exam Environmental Studies New Pattern question papers direct download links are given in this section. Hence, download the West Bengal Board of Primary Education TET New Pattern Paper pdf on Environmental Studies below. West Bengal Board of Primary Education Primary Teacher Eligibility Test New Pattern question paper on Environmental Studies is helpful for those who appear for the written examination.
New Pattern Question Papers on Environmental Studies
1. একই জমিতে একই প্রকার শস্য বারবার চাষ এবং অনেক রাসায়নিকের ব্যবহার মাটিকে
(A) উর্বর করে তোলে
(B) অনুর্বর করে তোলে
(C) বিশেষ প্রকার শস্যের জন্য প্রস্তুত করে তোলে
(D) উপরের কোনটিই নয়
2. ভূ-তাপীয় শক্তি কোন্ ধরনের শক্তিসম্পদ?
(A) প্রচলিত, নবীকরণযোগ্য
(B) অপ্রচলিত, অনবীকরণযোগ্য
(C) অপ্রচলিত, নবীকরণযোগ্য
(D) উপরের কোনটিই নয়
3. এশিয়ার মধ্যে বৃহত্তম ঈষৎ নোনা জলের হ্রদের নাম হল
(A) চিল্কা হ্রদ
(B) ভেম্বনাদ হ্রদ
(C) উলার হ্রদ
(D) উপরের কোনটিই নয়
4. ভূ-পৃষ্ঠে সঞ্চিত খনিজ সম্পদ হল
(A) নবীকরণযোগ্য
(B) অনবীকরণযোগ্য
(C) আংশিক নবীকরণযোগ্য
(D) উপরের কোনটিই নয়
5. পারমাণবিক শক্তি প্রধানত পাওয়া যায়
(A) ইউরেনিয়াম থেকে
(B) প্লাটিনাম থেকে
(C) সিলভার থেকে
(D) উপরের কোনটিই নয়
6. ক্যাডমিয়াম দূষণের ফলে যে রোগটি হয় তা হল
(A) মিনামাটা
(B) ইটাই-ইটাই
(C) আর্সেনিকোসিস
(D) উপরের কোনটিই নয়
7. নিম্নলিখিত কোন্ রোগটি মশা দ্বারা হয় না?
(A) ডেঙ্গু
(B) ফাইলেরিয়া
(C) প্লেগ
(D) উপরের কোনটিই নয়
8. ওজোনস্তরে ছিদ্র সৃষ্টিকারী দূষক পদার্থটি হল
(A) SF6
(B) নাইট্রাস অক্সাইড
(C) CFC
(D) উপরের কোনটিই নয়
9. আ্যাসিড বৃষ্টির মূল কারণ হল
(A) বায়ুদূষণ
(B) জলদুষণ
(C) মৃত্তিকা দূষণ
(D) উপরের কোনটিই নয়
10. একটি প্রাকৃতিক বাস্ততন্ত্রের উদাহরণ হল
(A) চাষের জমি
(B) আকোরিয়াম
(C) তৃণভূমি
(D) উপরের কোনটিই নয়
11. কর্কর খাদ্যশৃঙ্খল শুরু হয়
(A) সবুজ উদ্ভিদ থেকে
(B) মৃত জৈব পদার্থ থেকে
(C) খাদক থেকে
(D) উপরের কোনটিই নয়
12. জলে ভাসমান অতিক্ষু উদ্ভিদের বলা হয়
(A) নেকটন
(B) ফাইটোপ্ল্যাঙ্কটন
(C) বেনথস
(D) উপরের কোনটিই নয়
13. বিয়োজক হল সেই জীবগোষ্ঠী যারা খাদ্য হিসাবে গ্রহন করে
(A) জীবন্ত উদ্ভিদ ও প্রাণী
(B) জীবন্ত প্রাণী
(C) মৃত জীবদের
(D) উপরের কোনটিই নয়
14. CITES হল একটি আন্তর্জাতিক চুক্তি
(A) বায়ুদূষণ সম্বন্ধীয়
(B) জলদুষন সম্বন্ধীয়
(C) বিপন্ন প্রাণী ও উদ্ভিদ প্রজাতিদের সংরক্ষন সম্বন্ধীয়
(D) উপরের কোনটিই নয়
15. জাতীয় উদ্যান হল একপ্রকার
(A) এক্সসিটু জীববৈচিত্র্য সংরক্ষণ
(B) ইনসিটু জীববৈচিত্র্য সংরক্ষণ
(C) এক্সসিটু এবং ইনসিটু উভয়প্রকার জীববৈচিত্র্য সংরক্ষণ
(D) উপরের কোনটিই নয়
16. একটি প্রচলিত শক্তির উৎস হল
(A) বায়ুশক্তি
(B) জোয়ার-ভাটার শক্তি
(C) জলবিদ্যুৎ শক্তি
(D) উপরের কোনটিই নয়
17. প্ল্যাঙ্কটন, নেকটন এবং বেনথস-__এই উপাদানগুলি পাওয়া যায় না
(A) নদীর বাস্ততন্ত্রে
(B) সমুদ্রের বাস্ততন্ত্রে
(C) তৃনভূমির বাস্ততন্ত্রে
(D) হ্রদের বাস্ততস্ত্রে
18. বাস্ততন্ত্রে শক্তি যখন এক পুষ্টিস্তর থেকে আর একটি পুষ্টিস্তরে প্রবাহিত হয় তখন শক্তি
(A) বৃদ্ধি পায়
(B) হ্রাস পায়
(C) সমান থাকে
(D) উপরের কোনটিই নয়
19. ত্রিপুরার সবচেয়ে ছোট নদী হল
(A) মনু নদী
(B) গোমতী নদী
(C) হাওড়া নদী
(D) উপরের কোনটিই নয়
20. নিম্নলিখিত কোন্ চক্রটি বাস্ততন্ত্রের শক্তি প্রবাহের সঙ্গে সম্পর্কিত?
(A) খাদ্য চক্র
(B) সালফার চক্র
(C) ক্লোরিন চক্র
(D) উপরের কোনটিই নয়
21. কোন্ জাতীয় সড়কটি ত্রিপুরাকে ভারতবর্ষের মূল ভূ-খন্ডের সঙ্গে যুক্ত রেখেছে?
(A) এন এইচ 53
(B) এন এইচ ৪
(C) এন এইচ 10
(D) উপরের কোনটিই নয়
22. লঙতরাই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল
(A) সাখান
(B) জরিমুড়া
(C) বেখলিংগ শিব
(D) ফেঙ্গ পুই
23. একটি নদীর BOD-এর মান বেশী হলে তা ইঙ্গিত করে
(A) দূষণের মাত্রা বেশী
(B) জল পরিষ্কার
(C) কুমীরের উপস্থিতি
(D) উপরের কোনটিই নয়
24. ইউট্রোফিকেশন ঘটে
(A) চাষের জমি থেকে নির্গত জল ও নর্দমার জলদূষণের মাধ্যমে
(B) যানবাহন থেকে নির্গত ধোঁয়ার মাধ্যমে
(C) কীটনাশক থেকে
(D) উপরের কোনটিই নয়
25. বিশ্ব ওজোন দিবস পালিত হয়
(A) 2রা সেপ্টেম্বর
(B) 16ই সেপ্টেম্বর
(C) 21শে মার্চ
(D) উপরের কোনটিই নয়
26. রিকেট রোগটির কারণ হল
(A) ভিটামিন B1-এর অভাব
(B) ভিটামিন C-এর অভাব
(C) ভিটামিন D-এর অভাব
(D) ভিটামিন A-এর অভাব
27. নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে কোনটি আমাদের দেশের একটি শীতল মরুভূমি?
(A) জয়সলমীর
(B) লাদাখ
(C) মেঘালয়
(D) দার্জিলিং
28. নিয়লিখিত কোনটি হিমোগ্লোবিন তৈরী করতে অত্যাবশ্যক?
(A) ক্যালসিয়াম
(B) লোহা
(C) ম্যাগনেশিয়াম
(D) উপরের কোনটিই নয়
29. CFC ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার উদ্দেশ্যে যে চুক্তিটি হয়েছিল তা হল
(A) কার্টাজেনা প্রোটোকল
(B) মন্ট্রিল প্রোটোকল
(C) কিয়োটো প্রোটোকল
(D) উপরের কোনটিই নয়
30. ত্রিপুরা অবস্থিত হল
(A) সিসমিক জোন I-এ
(B) সিসমিক জোন V-এ
(C) সিসমিক জোন IV-এ
(D) উপরের কোনটিই নয়