Posted on

WB Primary TET Environmental Studies Latest Question Papers

WB Primary TET Environmental Studies Latest Question Papers

Looking for WB Primary TET Environmental Studies Latest Question Papers? As West Bengal Board of Primary Education is going to conduct the Assessment Test for the applicants of WBTET, Environmental Studies Latest question papers help the candidates. Download just by clicking on the West Bengal Board of Primary Education EVS Latest Papers with Answers Pdf links. West Bengal Board of Primary Education Latest Exam Paper for TET gives candidates an overview of the EVS assessment test. West Bengal Board of Primary Education TET exam Environmental Studies Latest question papers direct download links are given in this section. Hence, download the West Bengal Board of Primary Education TET Latest Paper pdf on Environmental Studies below. West Bengal Board of Primary Education Primary Teacher Eligibility Test Latest question paper on Environmental Studies is helpful for those who appear for the written examination.

Latest Question Papers on Environmental Studies

1. COD দ্বারা গুণগত মান নির্ণয় করা হয়
(A) জলের
(B) মাটির
(C) বায়ুর
(D) এদের কোনটিই নয়

2. ট্রপোস্ফিয়ার কি?
(A) বায়ুমণ্ডলের মধ্যবর্তী স্তর
(B) জলের অংশ
(C) বায়ুমণ্ডলের সর্বনিন্ন স্তর যেখানে আমরা বেঁচে আছি
(D) এদের কোনটিই নয়

3. 10 মাইক্রনের চেয়ে ছোট ভাসমান ধুলিকণীর কারণে
(A) হাঁপানী রোগ হয়
(B) ব্রস্কাইটিস হয়
(C) ফুসফুসে ক্যান্সার হয়
(D) এদের সবকটি

4. মেঘ, বৃষ্টি, ঝড় দেখতে পাওয়া যায়
(A) ট্রপোস্ফিয়ার-এ
(B) স্ট্যাটোস্ফিয়ার-এ
(C) মেসোস্ফিয়ার-এ
(D) এদের কোনটিই নয়

5. বসুন্ধরা দিবস (আর্থ ডে) পালন করা হয়
(A) 22শে এপ্রিল
(B) 21শে মার্চ
(C) 22শে মে
(D) 5ই জুন

6. বিলুপ্ত প্রজাতি কাকে বলে?
(A) যে সমস্ত প্রজাতিকে বিগত 50 বছরে পৃথিবীর কোথাও দেখতে পাওয়া যায়নি
(B) যে সমস্ত প্রজাতির অদূর ভবিষ্যতে বিপন্ন প্রজাতিতে পরিণত হবার সম্ভাবনা আছে
(C) (A) ও (B) উভয়ই
(D) এদের কোনটিই নয়

7. ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানটি হল
(A) জিম করবেট জাতীয় উদ্যান
(B) বন্দীপুর জাতীয় উদ্যান
(C) গির জাতীয় উদ্যান
(D) এদের কোনটিই নয়

8. “অরিজিন অফ্‌ স্পিসিস” গ্রন্থটির লেখক হলেন
(A) র‍্যালফ এমারসন
(B) ই. পি. ওডাম
(C) এস্‌. পি. গোদরেজ
(D) স্যার চার্লস্‌ ডারউইন

9. ভারতবর্ষের সংবিধানের কোন্‌ দুটি ধারাতে পরিবেশ সংরক্ষণের কথা বলা হয়েছে?
(A) ধারা 41A এবং 50G
(B) ধারা 48A এবং 51A (g)
(C) ধারা 24A এবং 434 (g)
(D) এদের কোনটিই নয়

10. বেনথসের একটি উদাহরণ হল
(A) মাছ
(B) জু-প্ল্যাঙ্কটন
(C) শামুক
(D) এদের কোনটিই নয়

11. UNICED কি?
(A) United Nations Conference on Education
(B) United Nations Conference on Environment Day
(C) United Nations Conference on Environment and Development
(D) এদের কোনটিই নয়

12. নিন্নলিখিত কোনটি জৈবিক বিবর্ধন ঘটায়?
(A) সালফার ডাই অক্সাইড
(B) মারকারি
(C) DDT
(D) (B) ও (C) উভয়ই

13. প্রথম (1992), দ্বিতীয় 2002) ও তৃতীয় (2012) বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় যথাক্রমে
(A) জোহানেসবার্গ, দোহা, রিও ডি জেনেরো
(B) রিও ডি জেনেরো, জোহানেসবার্গ, দোহা
(C) রিও ডি জেনেরো,কিয়োটো, জোহানেসবার্গ
(D) রিও ডি জেনেরো, জোহানেসবার্গ, রিও ডি জেনেরো

14. জীবমণ্ডলের জৈব উপাদান
(A) উৎপাদক দ্বারা গঠিত নয়
(B) খাদক দ্বারা গঠিত নয়
(C) বিয়োজক দ্বারা গঠিত নয়
(D) বায়ু দ্বারা গঠিত নয়

15. মানবদেহে সঞ্চিত শর্করাকে বলা হয়
(A) গ্লাইকোজেন
(B) গ্লূকোজ
(C) স্টার্চ
(D) সুক্রোজ

16. খাদ্য থেকে প্রাপ্ত শক্তি মাপা হয় যে একক দ্বারা তা হল
(A) ক্যালোরি
(B) ওয়াট
(C) ডিগ্রী
(D) এদের কোনটিই নয়

17. নিম্নলিখিত কোনটি উদ্ভিদের মাইক্রো-পরিপোষক?
(A) ফসফরাস
(B) পটাশিয়াম
(C) নাইট্রোজেন
(D) বোরন

18. সুন্দরবনের উদ্ভিদ হল
(A) মৌসুমী প্রকৃতির
(B) বিশুবীয় চিরহরৎ প্রকৃতির
(C) ম্যানগ্রোভ প্রকৃতির
(D) এদের কোনটিই

19. নিম্নলিখিত কোন পর্যায়টি কার্বনচক্রের অন্তর্ভূক্ত নয়?
(A) সালোকসংশ্লেষ
(B) বাম্পমোচন
(C) শ্বসন
(D) জীবাশ্মজ্বালানী দহন

20. ক্লোরোফ্লোরোকার্বন ব্যবহ্ত হয়
(A) এরোসল স্প্রে তৈরী করতে
(B) ফোম তৈরী করতে
(C) রেফ্রিজারেটর-এ
(D) এদের সবকটি

21. নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া
(A) আ্যামোনিয়াকে নাইট্রেট-এ পরিবর্তন করে
(B) আ্যামোনিয়াকে নাইনট্রাইট-এ পরিবর্তন করে
(C) নাইট্রাইটকে নাইট্রেট-এ পরিবর্তন করে
(D) এদের কোনটিই নয়

22. শীর্ষ মৃত্তিকার মধ্যে থাকে
(A) শুধুমাত্র হিউমাস এবং জীব
(B) শুধুমাত্র হিউমাস এবং মৃত্তিকা কণা
(C) হিউমাস, জীব এবং উদ্ভিদ
(D) হিউমাস, জীব এবং মৃত্তিকা কণা

23. মরুভূমির উদ্ভিদে, জল হাঁস হওয়ার হার কমে
(A) কিউটিকল-এর উপস্থিতির জন্য
(B) স্টোমাটার উপস্থিতির জন্য
(C) লিগনিন-এর উপস্থিতির জন্য
(D) এদের কোনটিই নয়

24. ভারতবর্ষে জলদৃষণ নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা
(A) 1972 সালে
(B) 1977 সালে
(C) 1974 সালে
(D) 1981 সালে

25. নিম্নলিখিত কোন্‌ রোগটি ভাইরাসঘটিত নয়?
(A) ডেঙ্গি
(B) AIDS
(C) টাইফয়েড
(D) ইনফ্লুয়েঞ্জা

26. সবচেয়ে প্রচলিত ম্যালেরিয়া প্রতিষেধক ঔষধ পাওয়া যায়
(A) সিঙ্কোনা গাছের মূল থেকে
(B) সিঙ্কোনা গাছের বাকল থেকে
(C) সিঙ্কোনা গাছের পাতা থেকে
(D) এদের কোনটিই নয়

27. লবণাক্ত জলে বসবাসকারী মাছ হল
(A) কাতলা
(B) রুই
(C) মৃগেল
(D) সার্ডিন

28. ভারতবর্ষের একজন বিখ্যাত পরিবেশবিদ্‌ আইনজীবী হলেন
(A) মেধা পাটেকর
(B) এম. সি. মেহেতা
(C) অনিল আগরওয়াল
(D) এঁদের কেউই নন

29. খাদ্যজাল তৈরী হয়
(A) খাদ্য শৃঙ্খল দিয়ে
(B) খাদক দিয়ে
(C) খাদ্য পিরামিড দিয়ে
(D) এদের কোনটিই নয়

30. একটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ হল
(A) পুকুরের বাস্তুতন্ত
(B) জঙ্গলের বাস্তুতন্ত
(C) তৃণভূমির বাস্তুতন্ত
(D) কৃষিজমির বাস্তুতন্ত